তথ্য সচিব হলেন জাকিয়া সুলতানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩২ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২২
তথ্য মন্ত্রণালয়ে নতুন সচিব হয়েছেন শিল্প মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে থাকা জাকিয়া সুলতানা।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জাকিয়া সুলতানা সাবেক তথ্যসচিব মকবুল হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
জাকিয়া সুলতানা ১০তম বিসিএসের মাধ্যমে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
অর্থ মন্ত্রণালয়ে কর্মরত থাকা অবস্থায় জাকিয়া সুলতানা ব্যাংকগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠ প্রশাসনে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন এই কর্মকর্তা।
জেবি/ আরএইচ/