যানজট এড়াতে যে সড়ক এড়িয়ে চলার নির্দেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২২


যানজট এড়াতে যে সড়ক এড়িয়ে চলার নির্দেশ
ফাইল ছবি

টঙ্গীর মিলগেট এলাকার সড়ক মেরামতের জন্য আজ শুক্রবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।


ডিসি ট্রাফিক (মিডিয়া) আলমগীর হোসেন এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিবর্তে বিকল্প রাস্তা হিসেবে বেশ কিছু রুট ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে বিবৃতিতে।


নির্দেশিত ঢাকাগামী রুট হলো : বনমালা রেলগেট - টঙ্গী পূর্ব থানা- স্টেশন রোড- ঢাকা এবং ধীরাশ্রম রেলগেট-হায়দারাবাদ চৌরাস্তা-নীমতলী ব্রিজ-স্টেশনরোড-ঢাকা


অন্যদিকে ময়মনসিংহগামী রুট হলো : ঢাকা-স্টেশনরোড-মিরের বাজার-ভোগড়া (ঢাকা বাইপাস রোড) এবং কুড়িল বিশ্বরোড-৩০০ ফিট-উলুখোলা ব্রিজ-মিরের বাজার-ভোগড়া (ঢাকা বাইপাস রোড)।

জেবি/ আরএইচ/