ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৭ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২২


ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মৃত্যু
ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪০ জন বলে জানা গেছে।


আজ শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১২৮ জনে। এ ছাড়া নতুন ৪৪০ রোগী নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫৩৯ জন।

জেবি/ আরএইচ/