আগামীকাল ঢাকা জেলা আ’লীগের সম্মেলন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৫ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২২
ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন দলীয় নেতাকর্মীরা। আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে জেলা সম্মেলন । দোহার,নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই এই ৫ উপজেলা নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ গঠিত ।
ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতা-কর্মী ও সমর্থকরা সরব হয়ে উঠেছেন।
দলীয় সূত্র জানায়, দোহার নবাবগঞ্জ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, জেলা আওয়ামী লীগের গুত্বপূর্ণ পদে তাদের পছন্দের নেতাকে দেখতে চায়। সেই প্রত্যাশা ও আশা আকাংখা নিয়ে, বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে যাওয়া ও সম্মেলনকে সফল করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
আগামী কালের সম্মেলন উপলক্ষ্যে, ইতিমধ্যে সম্মেলন এলাকা ও মঞ্চ পরিদর্শন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় তারা নেতাকর্মীদের সম্মেলন সফল করতে বিভিন্ন পরামর্শ দেন। জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সভাপতিত্ব করবেন, বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি। সঞ্চালনা করবেন বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
উল্লেখ্য যে, গত ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল । ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
সম্মেলনকে ঘিরে হাইকমান্ডে পদ পেতে আগ্রহীদের লবিং-লিয়াজো চলছে জোরেশোরে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপজেলার তৃণমূল নেতা-কর্মীদেরর কদর বেড়েছে। তাদের সমর্থন আদায়ে পদ প্রত্যাশীরা যোগাযোগ করছেন সার্বক্ষণিক।
ইতোমধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে, বর্তমান সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বেনজীর আহমেদ এমপি, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির নাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ পোষ্টার ব্যানারে তাদের নেতাকর্মী ও সমর্থকদের মাধ্যমে জানা গেছে।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বর্তমান ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণের নাম শোনা যাচ্ছে।
দলীয় একটি সূত্র জানায়, ঢাকা জেলা কমিটিতে নতুন চমকও আসতে পারে। দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার স্বার্থে নবীন-প্রবীণের সমন্বয় ঘটিয়ে কমিটি গঠন করা হতে পারে বলে জানা গেছে।
এদিকে সম্মেলনকে ঘিরে উপজেলাগুলোতে সাজ সাজ রব পড়ে গেছে। নেতা-কর্মী-সমর্থকরা রাতের ঘুম হারাম করে নিজ নিজ প্রার্থীকে জয়ী করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও প্রচার প্রচারণা চলছে। বিভিন্নস্থানে ব্যানার-ফেস্টুন- পোস্টার শোভা পাচ্ছে।
আরএক্স/