চিফ হুইপের পদ হারালেন রাঙ্গা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:১১ পিএম, ২৯শে অক্টোবর ২০২২


চিফ হুইপের পদ হারালেন রাঙ্গা
ফাইল ছবি

মসিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 


গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন।


দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত অুনযায়ী মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন। 

জেবি/ আরএইচ/