৩৫তম কমিশনার

দায়িত্ব বুঝে নিয়েছেন গোলাম ফারুক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৭ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২২


দায়িত্ব বুঝে নিয়েছেন গোলাম ফারুক
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। 


আজ শনিবার (২৯ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব বুঝে নেন। 


গোলাম ফারুক বিদায়ী কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।


এর আগে, গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গোলাম ফারুককে কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। 


এদিকে শনিবার ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধিনস্ত কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

জেবি/ আরএইচ/