উপ-নির্বাচন

এবার ইভিএমে ভোট দেয়া শেখাবে ইসি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৩ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২২


এবার ইভিএমে ভোট দেয়া শেখাবে ইসি
ফাইল ছবি

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

 

এদিকে নির্বাচনে ইভিএম ব্যবহার শেখাতে ভোটারদের নিয়ে ২ দিনব্যাপী ‘ভোটার শিক্ষণ’ কার্যক্রম চালাবে নির্বাচন কমিশন (ইসি)।


বিষয়টি নিশ্চিত করে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।


নির্দেশনা মোতাবেক, আগামী ২ ও ৩ নভেম্বর নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডে একটি করে ভোটার শিক্ষণ কেন্দ্র স্থাপন করে এ কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্বাচনী এলাকার সব ভোটার যেন সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভোটদান পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারে এজন্য পর্যাপ্ত উদ্যোগ নিতে হবে।

জেবি/ আরএইচ/