বিজিবি-বিজিপির বৈঠক চলছে


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২২


বিজিবি-বিজিপির বৈঠক চলছে
ছবি: সংগৃহীত

বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে চলছে।


রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নাফনদ সংলগ্ন সীমান্তে টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির নির্মিত সাউদার্ন পয়েন্ট রিসোর্টের সম্মেলন কক্ষে দু দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শুরু হয়।


এর আগে সকাল ৯টার পর দুটি স্পিডবোটে মিয়ানমারের প্রতিনিধি দল শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায়।


বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বৈঠক শেষ হলে বিস্তারিত জানানো হবে।

জেবি/ আরএইচ/