মোটরসাইকেলে কৌশলে লুকানো ছিল এক কেজি স্বর্ণের বার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২২


মোটরসাইকেলে কৌশলে লুকানো ছিল এক কেজি স্বর্ণের বার
ছবি: জনবাণী

যশোরের শার্শার সীমান্ত থেকে এক কেজি ৫১ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণের বারসহ কওছার আলী (৫৫) নামে স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।


শনিবার (২৯ অক্টোবর) রাত ৮ টায় তাকে গোগার গাজীপাড়া সীমান্ত থেকে আটক করা হয়। আটক কওছার আলী শার্শা উপজেলার দাউদখালি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। 


খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটলিয়নের উপ অধিনায়ক মেজর ফরিদ আহমেদ জানান, শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হয়ে ভারতে যাবে এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেলসহ স্বর্ণ পাচারকারী কওছার আলীকে আটক করে। 


পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯ টি স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৫১ গ্রাম। বাজার মূল্য ৭২ লাখ ২০ হাজার টাকা। আটক আসামি কওছারকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


এ নিয়ে গত তিন মাসে ২৪ কেজি ৩৯২ গ্রাম স্বর্ণ আটক করেছে ২১ বিজিবির সদস্যরা। যার সিজার মূল্য ১৭ কোটি সাড়ে ৮৬ লাখ টাকা।


আরএক্স/