বিড়াল হত্যার বিচার চাইতে থানায় কিশোরী


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:২৮ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২২


বিড়াল হত্যার বিচার চাইতে থানায় কিশোরী
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেড়ে একটি পোষা বিড়াল মেরে ফেলায় থানায় অভিযোগ করেছেন এক কিশোরী 


আজ রোববার ( ৩০ অক্টোবর) বিকেলে মৃত একটি বিড়ালসহ মা আকলিমা আক্তার শারমিনকে নিয়ে থানায় হাজির হয় আছিয়া আক্তার (১৪)।


পরে তার মা আকলিমা আক্তারবাদী হয়ে সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেন।


সে জানায়, সেই ছোট্ট বেলা থেকে এই বিড়ালটাকে আদর যত্ন করে লালন পালন করে বড় করেছি।  আজকে দুপুর ১২টার দিকে আমার বিড়ালটাকে পাশের বাড়ির তাসলিমা ও তার মেয়ে সেলিনা বেধড়ক পিটুনি দেয়। পরে আমি বিড়ালটিকে পশু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় আগেই মারা গেছে। এরপর আমি বিচারের আশায় মৃত বিড়ালটা নিয়ে থানায় এলে পুলিশও প্রথমে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে। তখন আমার আম্মুর কথায় তারা থানায় অভিযোগ নেয়। 


সিরাজদিখান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, বিড়ালটি যখন আমাদের এখানে নিয়ে আসা হয় তখনসেটি মৃত অবস্থায় ছিল।


সিরাজদিখান থানার এএসআই ইসলাম বলেন, আমরা সেখানে গিয়েছিলাম। বিড়ালটির ময়নাতদন্তের জন্য সিরাজদিখান পশু হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।