সরকার জনস্রোত ঠেকাতে পারছে না সরকার: রিজভী
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২২

জনগণ আর আওয়ামী লীগের সাথে নেই। বিএনপির সমাবেশে বাধা দিয়েও জনস্রোত ঠেকাতে পারছে না সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
আজ সোমবার (৩১ অক্টোবর) জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যার প্রতিবাদে নাটোর সদর ও পৌর বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে নেতা-কর্মীদের ওপর কাপুরুষের মতো হামলা চালাচ্ছে সরকারি দলের লোকজন। পুলিশ ছাড়া মাঠে আসতে আওয়ামী লীগের প্রতি চ্যালেঞ্জ দেন রুহুল কবির রিজভী।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবিসহ স্থানীয় নেতারা।
জেবি/ আরএইচ/