জেল হত্যা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালন করতে হবে: সোহেল তাজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৩ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২২
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, জেল হত্যা দিবসকে (৩ নভেম্বর) জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
আজ সোমবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে এক পদযাত্রা শুরু আগে তিনি এসব দাবি জানান।
সোহেল তাজের অন্য ২টি দাবি হলো- যেহেতু ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে, তাই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।
সোহেল তাজ বলেন, আপনারা জানেন আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যখন পাকিস্তানের হানাদার বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানের কারাগারে কারারুদ্ধ করে রেখেছিলেন। আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম পরে দেশের ফিরে আসি এবং রাজনীতিতে ঢুকি।
তিনি বলেন, আমি সবসময় মনেপ্রাণে বিশ্বাস করি যে, জাতি মহান হতে পারে ও এগিয়ে যেতে পারে যদি নতুন প্রজন্মের কাছে আমরা সঠিক ইতিহাস তুলে ধরতে পারি। কারণ আমাদের ইতিহাস গৌরবের, অর্জনের ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে যোদ্ধাদের ইতিহাস। এখান থেকে আমরা আমাদের নতুন প্রাণশক্তি অর্জন করতে পারি। নতুন প্রজন্ম এখান থেকে অনুপ্রেরণা নিতে পারে। যাতে করে একটি যোগ্য প্রজন্ম আমরা গড়তে পারি। যাদের আমরা সুনাগরিক বলতে পারি।
সমাবেশ শেষে পদযাত্রা করে ৩ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি নিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে জমা দিতে যান। পদযাত্রা থেকে স্লোগান দেওয়া হয়, ‘সোহেল তাজের ৩ দফা, মেনে নাও মানতে হবে’।
জেবি/ আরএইচ/