দুর্ভিক্ষের জন্য এই সরকার দায়ী: নুর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১০ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২২

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, সংসদ সদস্য ও আমলাদের বাসায় তল্লাশি চালান প্রত্যেকের বাসায় ব্রিফকেস ভর্তি ডলার পাওয়া যাবে।
আজ বুধবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নুর বলেন, আজ দেশে সংকট তৈরি হয়েছে। শিক্ষিতরা শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টি দেখছেন। সামনে আরও ভয়ংকর সংকট তৈরি হচ্ছে। আপনার কাছে টাকা আছে, আপনি টাকা নিয়ে বসে থাকবেন। দুর্ভিক্ষের জন্য এই দুর্বৃত্ত সরকার দায়ী।
তিনি বলেন, অল্প কিছু টাকার জন্য সরকার আজ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। অথচ প্রতিবছর এক লাখ কোটি টাকা পাচার হচ্ছে। গত ১৪ বছরে তারা ১৫ লাখ কোটি টাকা পাচার করেছে।
নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সাল থেকে বাকশালী রাষ্ট্র চালাচ্ছেন। পদ্মা সেতু থেকে ফেলে দেব, চুবিয়ে মারব— এসব কথা একজন প্রধানমন্ত্রী বলতে পারেন? তার রুচিতে হয় কী করে? তাহলে তো তার লোকেরা পিটাপিটি করবেনই।
জেবি/ আরএইচ/