জেল হত্যা দিবস

বনানীতে শহীদদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২২


বনানীতে শহীদদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

বনানী কবরস্থানে জেল হত্যা দিবস উপলক্ষে ১৫ আগস্টে নিহত শহীদ এবং ৩ নভেম্বরে নির্মমভাবে নিহত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।


প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ১৫ আগস্ট এবং জেল হত্যা দিবসের শহীদদের সমাধিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

জেবি/ আরএইচ/