ফতুল্লা থেকে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৪ এএম, ৪ঠা নভেম্বর ২০২২


ফতুল্লা থেকে  হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
হত্যা মামলার পলাতক আসামী

বৃহস্পতিবার (৩ নভেম্বর) র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর এলাকায় হত্যা মামলার পলাতক আসামী অবস্থান করছে। 


উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী মোঃ সাব্বির (৩২), পিতা-মোঃ স্বপন, সাং-মাসদাইর গুদারাঘাট, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ'থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে হত্যা, মাদক ও চুরি সহ অসংখ্য মামলা রয়েছে।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরএক্স/