সুরঞ্জনা সাহা সহকারী পুলিশ কমিশনার (সিটি সাইবার ক্রাইম) ডিএমপি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২২


সুরঞ্জনা সাহা সহকারী পুলিশ কমিশনার (সিটি সাইবার ক্রাইম) ডিএমপি
এক্সেলেন্স ইন পারফর্ম্যান্স পুরষ্কারে ভূষিত ডিএমপির এসি সুরঞ্জনা সাহা

কানাডার নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত ৫৯ তম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশ (আইএডব্লিউপি ২০২২) সম্মেলনে  ‘এক্সেলেন্স ইন পারফর্ম্যান্স’ পুরষ্কারে ভূষিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি কানাডার নায়াগ্রা জলপ্রপাতে অনুষ্ঠিত হয়েছিল। 


এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্তির জন্য, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশ (আইএডব্লিউপি ২০২২) সম্মেলনে যোগদেন সুরঞ্জনা । তিনি কানাডায় প্যারেডে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেছিলেন। . এই পুরষ্কার প্রাপ্তির পাশাপাশি তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পাদন করেন।


এই পুরস্কার বিশ্ব প্রেক্ষাপটে নারীদের অবদানের স্বীকৃতি। তার এ অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশ ও নারীর ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের লালিত  স্বপ্ন পূরণে আরো বেগবান করবে । বৈশ্বিক পরিপ্রেক্ষিতে নারীদের ক্ষমতায়নের জন্য এই পুরস্কারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারীর উন্নয়ন ও সক্রিয়তা নিশ্চিত করতে নিরন্তর সচেষ্ট । সুরঞ্জনা ২০১৭ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। ফাউন্ডেশন ট্রেনিং শেষ করে, তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকায় উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে নিয়োগ দেওয়া হয়।তিনি নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে অক্লান্ত পরিশ্রম করেছেন। 


সারা দেশে প্রায় ২ শতাধিক নিখোঁজ নারী ও শিশুকে খুঁজে পাওয়ার সাফল্যের গল্প রয়েছে তার। তিনি নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংক্রান্ত প্রায় ১৫০ টিরও বেশি মামলা তদারকি করেছেন।বিশ্বব্যাপী অনলাইনে নারী  ও শিশুদেরকে জিম্মি করার দায়ে আন্তর্জাতিক চক্রের তদন্ত ও গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি ।


ডিএমপির ইলেকট্রনিক ফ্রড (ই-ফ্রড) টিম, সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, কাউন্টার-টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর যাত্রায় আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি, নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার বুলিং, চরমপন্থা, ব্লাসফেমি, সিম ক্লোনিং, প্রশ্নপত্র ফাঁস, ফলাফল পরিবর্তনের মতো কার্যকলাপ ইত্যাদির সাথে জড়িত অপরাধীদের নিয়ে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে তার। বেশিরভাগ সময়, তাকে অপরাধীদের ধরতে ঝুঁকিপূর্ণ অপারেশন পরিচালনা করতে হয়। পেশাগত দায়িত্ব পালনে এসি সাহা  জীবনের ঝুকি নিতেও দ্বিধাবোধ করেন না । বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচারাভিযানের ব্যবস্থা করার জন্য তার বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে।


সুরঞ্জনা সাহার সাফল্যের গল্প অবশ্যই অন্যান্য মহিলাদেরকে তাদের ক্রিয়াকলাপের পদচিহ্ন রাখতে উৎসাহিত করবে এবং স্পষ্টভাবে কাজ করার পথ প্রশস্ত করবে।

 

এছাড়াও সুরঞ্জনা সাহা তার সাম্পতিক কাজের স্বীকৃতিস্বরুপ জেসিআই বাংলাশে এওয়ার্ড,  বিসিএস উইমেন নেটওয়ার্ক থেকে সম্মাননা পেয়েছেন ।



বিসিএস উইমেন নেটওয়ার্ক এ স্বরাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ



বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে IAWP এওয়ার্ড গ্রহণের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের মূহুর্ত



জেসিআই বাংলাদেশ কর্তৃক এওয়ার্ড গ্রহণের মুহুর্তে তুরস্কের রাষ্ট্রদূত ও বিজিএমইএ-এর প্রেসিডেন্ট ড. রুবানা হকের সাথে 


IAWP এ এওয়ার্ড গ্রহণকারীর বক্তব্য প্রদানকালে