জীবনযাত্রার ব্যয় বেড়েছে তবুও কমেনি ডেটিং অ্যাপে খরচ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৪:৩৯ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২২
বৈশ্বিক মন্দা ও জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এদিকে এ পরিস্থিতিতে ক্রয় ক্ষমতা কমছে গ্রাহকদের। তবে এতকিছুর মাঝেও ডেটিং অ্যাপে খরচ কমেনি। ব্যবহারকারীদের খরচ করা অর্থেই টিন্ডারের মতো ডেটিং অ্যাপ প্ল্যাটফর্মের আয় বেড়েছে।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) টিন্ডারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। এতে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বিশ্বজুড়ে টিন্ডারের মোট বিক্রি হয়েছে ৮১০ মিলিয়ন মার্কিন ডলার। এই সময়ে টিন্ডারে অর্থের বিনিময়ে সেবা অর্থাৎ সাবস্ক্রিপশন নেওয়া গ্রাহক বেড়েছে অন্তত সাত শতাংশ।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে টিন্ডারের মালিকানা প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপের সাবস্কিপশন নেওয়া মোট গ্রাহক ছিল ১৬.৩ মিলিয়ন। চলতি প্রান্তিকে সেটি বেড়ে দাঁড়ায় ১৬.৫ মিলিয়নে।
জেবি/ আরএইচ/