অজুহাত দেখিয়ে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৫ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২২


অজুহাত দেখিয়ে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ছবি

এবার হঠাৎ করেই ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। 


আজ শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বিষিয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।


বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শক কবির হোসেন বলেন, লঞ্চগুলো চলাচল বন্ধ রেখেছে। কিন্তু এর কোনো কারণ জানায়নি। সকল লঞ্চ তাদের লাইট বন্ধ করে রেখেছে এবং যাত্রীদের ফিরিয়ে দিচ্ছে। 


সন্ধ্যা ৭টার দিকে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, এখন পর্যন্ত কোনো লঞ্চ ঘাট ত্যাগ করেনি। 


এর আগে বরিশালের সঙ্গে ভোলার লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বরিশাল থেকে বিভিন্ন সড়কে পরিবহনও বন্ধ রেখেছেন মালিকপক্ষ।