সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২২


সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত

সারাদেশে শুরু হয়েছে ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 


আজ রোববার (৬ নভেম্বর) বাংলা প্রথম পত্রের মাধ্যমে বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত।


পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। তবে যেসব পরীক্ষার্থী দেরি করে কেন্দ্রে এসেছেন তাদের রোল নম্বর, প্রবেশের সময়, দেরির কারণ লিখে হলে প্রবেশ করতে দেওয়া হয়।


এ বছর ১২ লাখ তিন হাজার ৪০৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী রয়েছেন। দেশের দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা।


এ বছর মোট ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এরমধ্যে ছাত্র পাঁচ লাখ ৮২ হাজার ১৮৩ এবং ছাত্রী পাঁচ লাখ তিন হাজার ৫৩০ জন।

জেবি/ আরএইচ/