মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৫ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করেছে র্যাব বলে জানা গেছে।
আজ রোববার (৬ নভেম্বর) ঢাকার সদরঘাট এলাকা থেকে র্যাব-৩ এর একটি টিম তার গাড়ি আটক করে সবাইকে র্যাবের কার্যালয়ে নিয়ে যায়।
এ তথ্য নিশ্চত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী গণমাধ্যমকে বলেন, ‘গতকাল শনিবার বরিশাল শহরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে ঢাকা পৌঁছালে তাকেসহ অন্যদের আটক করে নিয়ে গেছে র্যাব।
জেবি/ আরএইচ/