চিরকুটে লেখা ‘পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো’
সিলেটে বন্ধ ঘরে মিললো স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৩ এএম, ৭ই নভেম্বর ২০২২

সিলেটের মহানগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। রবিবার (০৬ অক্টোবর) দুপুরে নগরীর পাঠানটুলা পল্লবী বীরেন্দ্র দেবের ভাড়া বাসার শয়নকক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাজাবাজ গ্রামের রুকুনি তালুকদারের ছেলে রিপন তালুকদার ও তার স্ত্রী শিপা দাস। রিপন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। এই দম্পতির দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে।
এদিকে বাসার ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল- ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো।’ তবে চিরকুটটি কার লেখা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কেনো তারা আত্মহত্যা করেছেন, তা আমাদের জানা নেই। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
আরএক্স/