মানসিক রোগ বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই: পুতুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৭ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২
জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, রোগীর তুলনায় আমাদের দেশে পর্যাপ্ত মানসিক রোগ বিশেষজ্ঞের সংকট রয়েছে। এমনকি যারা আছেন, সেসব চিকিৎসকদের জন্যও পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই।
আজ রোববার (৬ নভেম্বর) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে সায়মা ওয়াজেদ পুতুল এসব কথা বলেন।
বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে রেগুলেটরি কমিটি থাকা দরকার, অথচ তা নেই বলে জানান সায়মা ওয়াজেদ পুতুল।
তিনি বলেন, গত ১৫ বছরেও তা হয়নি। এই কমিটি না থাকলে আমরা বুঝতে পারবো না, কে বা কারা উপযুক্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসা দিচ্ছেন।
আশাবাদী হয়ে তিনি বলেন, আমাদের মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে, কেবল এটিকে আরো উন্নত করতে হবে। মানসিক স্বাস্থ্য চিকিৎসা কোনো দেশেই খুব ভালো নেই। আমাদের দেশে এই নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে।
জেবি/ আরএইচ/