ভেঙ্গে ফেলা হচ্ছে নীলক্ষেত মার্কেটের অবৈধ দোকান-মালিকদের দাবী সিটি করপোরেশনের খামখেয়ালী।


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২২ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২


ভেঙ্গে ফেলা হচ্ছে নীলক্ষেত মার্কেটের অবৈধ দোকান-মালিকদের দাবী সিটি করপোরেশনের খামখেয়ালী।
ভেঙ্গে ফেলা হচ্ছে নীলক্ষেত মার্কেটের অবৈধ দোকান-মালিকদের দাবী সিটি করপোরেশনের খামখেয়ালী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন নীলক্ষেত রোড সাইড মার্কেট দক্ষিণের তুলা মার্কেট এর দ্বিতীয় ও তৃতীয় তলায় অবৈধভাবে নির্মিত ১৪৮টি দোকান ভেঙে ফেলা হচ্ছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের বুলডোজার মেশিন দিয়ে ভাঙার কাজ শুরু হলে সড়কে যানজট দেখা দেয়। কিছু সময় কাজ বন্ধ রাখা হলেও আবার ১১টার দিকে ভাঙা শুরু হয়।

অভিযান পরিচালনা করছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান। তার সঙ্গে অংশ নিয়েছেন শতাধিক শ্রমিক। আজ অভিযানের প্রথম দিনে ভাঙা হবে তৃতীয় তলার সব দোকান।

মুনিরুজ্জামান বলেন, যেহেতু মার্কেটটি অবৈধভাবে করা হয়েছে, তাই ভেঙে ফেলা হচ্ছে। এখানকার মার্কেট সমিতি আমাদের সহযোগিতা করছে। তবে দোকানিরা অপেক্ষমাণ অবস্থায় সকাল থেকেই ভিড় করছেন নিচে। তিনি জানান, ভাঙার কাজ শেষ করতে আগামীকাল সোমবার অভিযান চালাবেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।

এদিকে দোকানিদের অভিযোগ, সিটি করপোরেশন অনেকটা জেদের বশেই দোকানগুলো ভাঙছে। আর এ জন্য বিনিয়োগকারীদের মোটা অঙ্কের আর্থিক ক্ষতির পাশাপাশি অনেকের ব্যবসা বন্ধেরও উপক্রম হয়েছে বলে দাবি তাদের।

নীলক্ষেতের গার্হস্থ্য অর্থনীতি কলেজসংলগ্ন সড়কের পাশে চার কাঠা জায়গার ওপর এই অবৈধ মার্কেট গড়ে তোলা হয়। প্রকাশ্যে মূল্যবান ওই জমির ওপর অবৈধ মার্কেট গড়ে তোলা হলেও ডিএসসিসির সংশ্লিষ্টরা নির্বিকার ছিল। প্রায় এক দশক ওই মার্কেটটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে। তিনতলা মার্কেটের পুরোটাই ইট-সিমেন্টের ভবন। নিচতলায় আছে বেডিংয়ের দোকান। আর ওপর তলায় কিছু টেইলার্স, প্রেস ও কোচিং সেন্টার, যার বেশিরভাগই ভাড়া দেওয়া হয়েছে।