যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয় ১৫৫৫ খ্রীস্টাব্দের দিকে
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৭ এএম, ২৬শে ডিসেম্বর ২০২২

যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয় ১৫৫৫ খ্রীস্টাব্দের দিকে । যশোর-খুলনা-বনগাঁ এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। ১৭৪৭ খ্রিষ্টাব্দের দিকে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ১৭৮১ খ্রিষ্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ।
ব্রিটিস আমলে এটিই বাংলাদেশর প্রথম জেলা এবং প্রথম শত্রুমুক্ত জেলা ভৈরব নদীর তীরে অবস্থিত এই যশোর জেলা। যশোর জেলা প্রশাশক এর কার্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল, মুক্তিযুদ্ধের স্নারক ভাস্কর্য, চাঁচড়া শিবমন্দির, চাঁচড়া বধ্যভুমি স্মৃতিস্তম্ভ,মুক্তিযুদ্ধ সৃতিসৌধ এমন অনেক মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রেখে যশোরের ঐতিহ্য কে সারাজীবন সকলের মাঝে বাঁচিয়ে রাখার জন্য স্থাপিত করা হয়েছে।