তারেক-জোবাইদার পরোয়ানা
বিএনপি চিন্তিত নয় : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২২ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিএনপি চিন্তিত নয়।
আজ রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, সেই জনগণের নেতা ও তার সহধর্মিণীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কোনো গুরুত্ব নেই। কারণ এতে তার কিছুই যায় আসে না। দেশের জনগণ বিজয়বেশে তাকে দেশে ফিরিয়ে আনবে। খালেদা জিয়াকে তারা মুক্ত করবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির ২৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। তবুও তারা আমাদের দমিয়ে রাখতে পারেনি আর পারবেনও না।
জেবি/ আরএইচ/