ইউনিফর্মের আড়ালে অপরাধ করলে ছাড় নয়: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩০ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২
কনস্টেবল থেকে আইজিপি সবাই পুলিশ। সকলে একটি পরিবার। পুলিশের ইজ্জত রক্ষা করতে হবে ইউনিফর্মের সম্মান রক্ষা করতে হবে। তবে ইউনিফর্মের আড়ালে অপরাধ করলে কাওকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ রোববার (৬ নভেম্বর) পুলিশের বিশেষ কল্যাণ সভায় এসব কথা বলেন তিনি।
এদিকে ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পরে এই প্রথম কোনও সভায় অংশ নেন তিনি।
গোলাম ফারুক বলেন, ফোর্সের সঙ্গে কখনও সন্তান, কখনও ভাই, কখনও বন্ধুর মতো মিশতে হবে। তাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। আবার দায়িত্ব পালনের সময় কমান্ডারের অবস্থানটা ধরে রাখতে হবে।
তিনি বলেন, পুলিশ চ্যালেঞ্জ মোকাবিলায় কখনও ব্যর্থ হয় না। মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধকারীর গৌরবময় অংশীদার পুলিশ। সেই ৭১ থেকে আজ পর্যন্ত যেকোনো ক্রান্তিলগ্নে পুলিশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দেয়নি।
উপ-পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ) মোহাম্মদ মতিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনাররাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/