ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৯ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২


ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলা
ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলা

আগামীকাল পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হবে হিন্দুধর্মালম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলার আনুষ্ঠানিকতা। ৫ দিনব্যাপী এ উৎসবে আগমন ঘটবে লাখ লাখ পূন্যার্থীর। তাই কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজনো হচ্ছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের নিপুন হাতের ছোয়ায় রং করা হচ্ছে ১৮ জোড়া যুগল প্রতিমা। ০৮ নভেম্বর সকালে অনুষ্ঠিত হবে পূন্যস্নান। তাই আগতদের সার্বিক নিরাপত্তা দিতে সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন 

উপজেলা নির্বাহী কর্মকর্তা।


 শুভেচ্ছা বার্তা দিয়েছেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান (মহিব) কুয়াকাটা রাস মেলাকে ঘিরে নিরাপত্তার চাদরে ডাকা থাকবে কুয়াকাটা পর্যটন কেন্দ্র বলে জানিয়েছেন মহিপুর থানার অফিসার ইনচার্জ এমএ খায়ের।