মধ্যে রাতে অগ্নিকান্ডে-২ কোটি টাকার ক্ষয়ক্ষতি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২২


মধ্যে রাতে অগ্নিকান্ডে-২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
ছবি: জনবাণী প্রতিনিধি

সোমবার (৭ নভেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে ইসলামিয়া মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাঁই হয়। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


 খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় এই মার্কেটে ১০টি দোকান সহ মার্কেটে অবস্থিত একটি মোটর সাইকেল পুড়ে ছাঁই হয়ে যায়।  এতে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে যায়।


 ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান, রায়গঞ্জ থানার একদল পুলিশ ফোর্সসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে ইসলামিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা বিভিন্ন বে-সরকারি এনজিও থেকে মোটা অংকের লোন নিয়ে ব্যবসা করে আসছিলো।ক্ষতিগ্রস্থদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ।


এ ব্যাপারে জানতে চাইলে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান বলেন,অগ্নিকান্ডের সুত্রপাত কীভাবে হয়েছে সঠিক বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি বিদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ড হয়েছে।


আরএক্স/