দেশে আরও ৫৪ জনের করোনা শনাক্ত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৬ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২২


দেশে আরও ৫৪ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৭৯ শতাংশ।


গতদিন ৪৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ০০ শতাংশ।


সোমবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৩ হাজার ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।


দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।


২৪ ঘণ্টায় করোনায় কারোই মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪২৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

জেবি/ আরএইচ/