‘যুদ্ধের কারণে পিছিয়েছে বিদ্যুৎকেন্দ্রের কাজ’

নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্পকাজ শেষ করতে
বিজ্ঞাপন
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কোভিড ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ পিছিয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্পকাজ শেষ করতে।
বিজ্ঞাপন
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কাজ চলমান আছে। কোভিডের কারণে কিছুটা পিছিয়েছে। সাবস্টেশনের কাজ দুপক্ষের কারণে একটু দেরি হয়েছে। তারপরও আশা করছি নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে।
জেবি/ আরএইচ/







