Logo

ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:১২
4Shares
ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস । ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই ষড়যন্ত্রে যারা যুক্ত, তারা যেখানেই অবস্থান করুক না কেন— কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ভাষণের শুরুতে তিনি বলেন, বিজয়ের আনন্দের এই দিনে তিনি গভীরভাবে ব্যথিত হৃদয়ে জাতির সামনে দাঁড়িয়েছেন। জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি বাংলাদেশের অস্তিত্ব, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।

বিজ্ঞাপন

অধ্যাপক ইউনূস জানান, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এ সময় তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার এই হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ এগিয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এই ষড়যন্ত্রে জড়িত কাউকেই আইনের বাইরে রাখা হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়ভীতি, সন্ত্রাস কিংবা রক্তপাত ঘটিয়ে এ দেশের গণতান্ত্রিক পথচলা থামানো যাবে না।

ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে। তার দৃঢ় ঘোষণা— পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD