গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস উপলক্ষে শোভাযাত্রা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২২
গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি’ -এ প্রতিপাদ্যে আইডিইবির উদ্যোগে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার (৮ নভেম্বর) সকল শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে গিয়ে শেষ হয়।
পরে সেখানে রং-বেরঙের বেলুন উড়িয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী বিএম এহসানুল কবির, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুল হালিম খান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে পৌরপার্কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী বিএম এহসানুল কবির, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুল হালিম খান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
জেবি/ আরএইচ/