মহারাসেলীলায় রাতভর নৃত্যে বিমোহিত হাজারো দর্শক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৪ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২২


মহারাসেলীলায় রাতভর নৃত্যে বিমোহিত হাজারো দর্শক
মহারাসেলীলায় রাতভর নৃত্যে বিমোহিত হাজারো দর্শক।

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আজ ঊষালগ্নে সমাপ্ত হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা।  

বুধবার (৯ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা পরিবেশনের মাধ্যমে মণিপুরি নৃত্যে হাজারো দর্শকদের বিমোহিত করে রাখেন মণিপুরী নারীরা।

রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হয়েছিল কমলগঞ্জের মণিপুরী অঞ্চলগুলোর আশেপাশে কানায় কানায় ভড়পূর।

ভিড় সামলাতে পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়। রাসোৎসব উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে গোধূলীলগ্ন পর্যন্ত রাখালনৃত্য অনুষ্ঠিত হয়। রাসলীলা উন্মুক্তমঞ্চ মাঠে কলাগাছের বেষ্টনীর বৃত্তাকারে এ নৃত্য অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাধবপুরে বসেছিল রকমারি আয়োজনে বিশাল মেলা।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ ও সংসদ সদস্য অসিম কুমার উকিল। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহীদ আহ্সান প্রমুখ।