টেকেরহাট ফায়ার স্টেশন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মো. রুবেল হোসেন
প্রকাশ: ০৫:২৫ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২২
টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
বুধবার (৯ নভেম্বর) তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করেন। এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোঃ শাজাহান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাঈন উদ্দিন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন), ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক, স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনে এসে পৌঁছালে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি-কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক স্যালুটিং ডায়াসে আরোহণ করলে একদল চৌকস অগ্নিসেনা স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।
অভিবাদন গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন। এ সময় জাতির পিতা, প্রধানমন্ত্রী এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, "কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী রাজৈর ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন, আজ আপনাদের টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করা হলো। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণের ঘোষণা বাস্তবায়নের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা।"
উন্নতি ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ার অনুরোধ জানান।