পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম: আইজিপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৫ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২২
পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, থানার সেবার মান আরও বাড়াতে হবে।
আজ (৯ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনে সমাপনী বক্তৃতায় এ নির্দেশ দেন।
তিনি বলেন, পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক সাফল্য রয়েছে। পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
পুলিশ প্রধান বলেন, থানার সেবার মান আরও বাড়াতে হবে। থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে সদাচরণ করতে হবে, তাদের প্রত্যাশিত সেবা দেওয়ার সদিচ্ছা নিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি এক্ষেত্রে তদারকি বাড়ানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত আইজিপিদের মধ্যে মো. কামরুল আহসান (প্রশাসন), মো. মনিরুল ইসলাম (এসবি), এম খুরশীদ হোসেন (ডিজি, র্যাব), মল্লিক ফখরুল ইসলাম (হাইওয়ে রেঞ্জ) মো. আতিকুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অপারেশন), মো. শফিকুল ইসলাম (নৌ পুলিশ), মো. শাহাবুদ্দিন খাঁন (অর্থ), ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ (এইচআরএম), ডিআইজি এ কে এম শহিদুর রহমান (টেলিকম) প্রমুখ বক্তব্য রাখেন।
জেবি/ আরএইচ/