ফারদিন হত্যা: বান্ধবী বুশরাকে রিমান্ডে চাইবে পুলিশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২২
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবার দায়েরকৃত মামলায় গ্রেফতার বান্ধবী বুশরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বুশরাকে আদালতে নিয়ে এই রিমান্ড আবেদন করবেন বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি কাজী রফিকুল ইসলাম।
তিনি জানান, ফারদিনের বান্ধবী বুশরার কাছ থেকে কিছু অসংলগ্ন তথ্য পাওয়া যাচ্ছে। এগুলো আরও অধিকতর তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। দুপুর ১২টার দিকে তাকে আদালতে নেওয়া হবে।
জেবি/ আরএইচ/