মাইলস্টোন ট্রাজেডি:
দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় ভারতীয় বিশেষ মেডিকেল টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দগ্ধদের চিকিৎসাসেবা দিতে সন্ধ্যায় ঢাকায় পৌছেছে চার সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম।
বুধবার (২৩ জুলাই) ভারতীয় এই বিশেষ এই বিশেষ মেডিকেল টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।
আরও পড়ুন: সিরিজ জয়ে বাংলাদেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ (বুধবার) সন্ধ্যায় দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের দুজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন অভিজ্ঞ নার্স বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে। তারা অ্যাসাইন করা হাসপাতালের রোগীদের চিকিৎসা কার্যক্রমে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে যুক্ত হবেন।
সোমবার (২১ জুলাই) ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছিলেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনা বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত: নরেন্দ্র মোদি
উল্লেখ্য, যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাইলস্টোন কলেজে আগামী ২৭ জুলাই সীমিত পরিসরে ক্লাস শুরু

দগ্ধ রোগীদের রক্তের সংকট নেই, প্রস্তুত আছেন পর্যাপ্ত স্বেচ্ছাসেবী: প্রেস উইং

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: প্রধান উপদেষ্টা

স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: নতুন সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
