সিরিজ জয়ে বাংলাদেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জেতার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
বুধবার (২৩ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এ অভিনন্দন জানান।
আরও পড়ুন: উত্তরার বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ
শেহবাজ শরীফ বলেন, পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমি আমাদের (পাকিস্তান) ক্রিকেট দলের উজ্জীবিত পারফরম্যান্সের জন্যও প্রশংসা করি।
তিনি বলেন, জয়-পরাজয় খেলারই অংশ, এবং এটাই হলো ক্রীড়াপ্রেমের প্রকৃত চেতনা। আমাদের দুই দেশের মধ্যে এ ক্রীড়ার সম্পর্ক আমাদের জনগণকে ঐক্যবদ্ধ এবং আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও সূদৃঢ় করে।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
এমএল/