বিমান দুর্ঘটনা বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত: নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে মোদি বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্তের ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে : নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি। যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

উত্তরার বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে : নরেন্দ্র মোদি

ক্ষুধার্ত মানুষের রক্তাক্ত প্রহর: গাজায় ইসরায়েলি গুলিতে নিহত ১১৫

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
