নেপালে বিক্ষোভের ‘সুযোগে’ কারাগার থেকে পালালেন সাবেক মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৫৫ পিএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

নেপালে বিক্ষোভ-অস্থিরতার সুযোগে কারাগার থেকে পালিয়েছেন দেশটির সাবেক প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার শাহ। ২০১২ সালের বোমা হামলা ও হত্যার দায়ে যাবজ্জীবন সাজা খাটছিলেন তিনি ললিতপুর জেলার নাক্কু কারাগারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শাহ-এর সঙ্গে আরও কয়েকজন হাই-প্রোফাইল বন্দিও পালিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নেপালের চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রেসিডেন্ট রবি লামিচানে।
আরও পড়ুন: ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল: হোয়াইট হাউস
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থী-তরুণদের আন্দোলনে টালমাটাল হয়ে পড়ে নেপাল। মাত্র দুই দিনের তীব্র বিক্ষোভে পতন ঘটে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের।
৮ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন আন্দোলনকারী নিহত হন, আহত হন শতাধিক। পরের দিন সহিংসতার বিস্তারে সংসদ ভবন, মন্ত্রী-এমপিদের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-অগ্নিসংযোগ শুরু হয়। অস্থিরতা ছড়িয়ে পড়ে কারাগারগুলোতেও। কয়েদিরা বিদ্রোহ করে ফটক ভেঙে পালিয়ে যান। সেই সুযোগে বেরিয়ে আসেন সঞ্জয় কুমার শাহ।
আরও পড়ুন: দেশব্যাপী লোডশেডিং হতে যাচ্ছে, থাকবে কতদিন
জনকপুর জেলার এই সাবেক এমপি ও সদ্ভাবনা পার্টির জ্যেষ্ঠ নেতা ২০০৮ সালে পার্লামেন্টে নির্বাচিত হন। ২০১২ সালের এপ্রিল মাসে জনকপুরে বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হলে ওই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিক অরুন সিংহানিয়া হত্যার ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২০১৩ সাল থেকে কারাগারে ছিলেন তিনি। প্রায় এক যুগ পর বিক্ষোভের অরাজকতায় কারাগার থেকে বেরিয়ে গেলেন সাবেক প্রতিমন্ত্রী।
আরএক্স/