গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে : নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন এই মন্তব্য করেন।
তিনি সাম্প্রতিক ‘অপারেশন সিন্দুর’-এর উদাহরণ টেনে ভারতের কৌশলগত সক্ষমতা এবং আত্মরক্ষার ক্ষমতাকে বিশ্বের সামনে তুলে ধরেন।
সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যম বলছে, এবারের বর্ষাকালীন অধিবেশনে পার্লামেন্টে কোন কোন বিষয়কে সামনে রেখে সরকারপক্ষ আলোচনা শুরু করতে চাইছে, তার ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদি। সোমবার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সংসদ চত্বরে বক্তব্য দেন তিনি।
বক্তব্যের শুরুতেই মোদি ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে।’ অপারেশন সিন্দুর নিয়ে সংসদে শাসক এবং বিরোধীপক্ষ এক সুরে কথা বলবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
মোদি দাবি করেন, ‘২২ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের বাসাবাড়িতে আঘাত করেছে ভারত। সেনাবাহিনীর শক্তির এটা ‘মেইড ইন ইন্ডিয়া’ রূপ। ভারতে তৈরি অস্ত্রের ওপর বাকি বিশ্বের ভরসা বাড়ছে।’
মোদি জানান, এই ধরনের সফল অভিযানের ফলে বিশ্ব এখন ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতে আগ্রহী হচ্ছে। মোদির ভাষায়, ‘মেইড ইন ইন্ডিয়া’ অস্ত্র বিশ্বে নতুন আস্থা তৈরি করছে, যা ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উদ্যোগের জন্য বড় সাফল্য।
সামরিক সাফল্যের পাশাপাশি মোদি এদিন ভারতের মহাকাশ অগ্রগতিও তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণ ভারতবাসীর জন্য গর্বের। এটা প্রমাণ করে ভারত কেবল ভূ-পৃষ্ঠে নয়, মহাকাশেও নিজের সক্ষমতা ছড়িয়ে দিচ্ছে।
প্রসঙ্গত,বর্ষাকালীন অধিবেশনের প্রাক্কালে সর্বদলীয় বৈঠকে সরকার ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে অপারেশন সিন্দুর নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।
এছাড়াও একাধিক বিরোধীদলের দাবির প্রেক্ষিতে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যস্থতা নিয়েও সরকার পক্ষ বক্তব্য দিতে পারে বলে আভাস মিলেছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

উত্তরার বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

বিমান দুর্ঘটনা বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত: নরেন্দ্র মোদি

ক্ষুধার্ত মানুষের রক্তাক্ত প্রহর: গাজায় ইসরায়েলি গুলিতে নিহত ১১৫

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
