তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বুয়েটের শিক্ষার্থী ফারদিন উদ্দিন পরশের মরদেহ কিভাবে শীতলক্ষ্যায় গেল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, তবে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড ধারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা মনে করি এই ঘটনার পেছনে যারাই জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করব। খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এটি একটি হত্যাকাণ্ড সে বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে।
তদন্ত শেষে রিপোর্ট পেলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জেবি/ আরএইচ/