সরকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৪ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২২


সরকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। আওয়ামী লীগ সরকার একটানা দীর্ঘসময় ক্ষমতায় থাকার সুবাদে বাংলাদেশের উন্নয়নে প্রশংসনীয় অগ্রগতি হয়েছে।


আজু বৃহস্পতিবার (১০ নভেম্বর) নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


অনুষ্ঠানে আসন্ন শীতে দরিদ্র মানুষের মধ্যে কম্বল ও অন্যান্য গরম কাপড় বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান গ্রহণ করা হয়।


প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করে গত ১৪ বছর ক্ষমতায় থাকায় সরকার ব্যাপক উন্নয়ন কাজের গতি ধরে রাখতে সক্ষম হয়েছে।


তার সরকার সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নিশ্চিত করা যে, কেউ যেন বঞ্চিত ও অবহেলিত না থাকে এবং প্রত্যেকেই একটি সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে। আমরা সে ব্যবস্থা করেছি।”


প্রধানমন্ত্রী বলেন, “সরকার প্রতিবন্ধী, হিজড়া, বেদে(জিপসি) এবং কুষ্ঠরোগীদের ঘরসহ বিভিন্ন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে পুনর্বাসন করেছে।”


তিনি বলেন, আমরা প্রত্যেকের জীবনযাত্রার মান উন্নত করে চলেছি। শুধুমাত্র সমাজে মর্যাদাবান এবং অবস্থান অনুযায়ী নয়, বরং সাধারণ মানুষসহ নির্বিশেষে সকলের।


তিনি ত্রাণ তহবিলে অনুদান প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষদের সহায়তায় আগাম ব্যবস্থা নিতে চায়।