বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ গিলে খাবে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৫ এএম, ১২ই নভেম্বর ২০২২

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন যুবলীগের নেতাকর্মীরা। বিভাগভিত্তিক আলাদা রংয়ের টি শার্ট আর ক্যাপ পরে আসছেন তারা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, বাদ্যযন্ত্র নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছেন নেতাকর্মীরা।
শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুবমহাসমাবেশে এ কথা বলেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা।
যুবমহাসমাবেশে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে বিএনপির বিরুদ্ধে, আগুন সন্ত্রাস, ভোটচুরি ও ভুয়া ভোটার কেন্দ্রে আনার বিরুদ্ধে।
যুবমহাসমাবেশে বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘প্রস্তুত হয়ে যান, জবাব দেবো। ‘ঘি খাওয়ার জন্য ঋণ নিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রসঙ্গে টেনে তিনি বলেন, বিএনপিই ঋণ নিয়েছিল ঘি খাওয়ার জন্য।
তিনি বলেন, বিএনপি আরেকবার এলে সব খাবে। বিদেশি ঋণ গিলে খাবে। গণতন্ত্র গিলে খাবে। নির্বাচন গিলে খাবে। সুযোগ পেলে বাংলাদেশও গিলে খাবে। ঠিকা আছে? এসময় স্লোগান ধরেন কাদের। কাদেরের সঙ্গে সমবেত জনতা কণ্ঠ মেলান- আরেকবার দরকার, শেখ হাসিনার সরকার। নৌকা, শেখ হাসিনা।
আরএক্স/