৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৫ এএম, ৩১শে আগস্ট ২০২৫


৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে
ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। এমন পরিস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


আরও পড়ুন: এখনও সংকটমুক্ত নন নুর, পরবর্তী সিদ্ধান্ত জানালেন চিকিৎসকরা


রবিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে বৈঠক হবে বিকেল সাড়ে ৪টায়, এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় এবং বিএনপির সঙ্গে বৈঠক হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকগুলোতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে। প্রতিটি দলের সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে।


আরও পড়ুন: নির্বাচন বানচালের চক্রান্ত করছে এক গোষ্ঠী: মির্জা ফখরুল


উল্লেখ্য, শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারসহ প্রায় সব রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে এবং বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছে সরকার।


আরএক্স/