স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহুমুখী ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি এখনো অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছে।
দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩১ আগস্ট নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। শুভেচ্ছা বার্তায় তিনি দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
আরও পড়ুন: অশুভ অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান
তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী আদর্শের পতাকা তুলে ধরে। দলের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ও শক্তিশালী সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে একদলীয় বাকশাল কায়েম করেছিল, যা গণতন্ত্রকে হত্যা করে। এর ফলে দেশে দুর্ভিক্ষ, অস্থিতিশীলতা ও রাজনৈতিক দমন-পীড়নের পরিবেশ তৈরি হয়। তবে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে জনগণের অধিকার ফিরিয়ে দেন।
আরও পড়ুন: আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৮০’র দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। এরপর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র চালু করে।
তারেক রহমানের দাবি, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থেকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প-বাণিজ্য, বৈদেশিক কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল। ফলে দেশীয় অর্থনীতি শক্ত ভিত্তি পায় এবং মানুষ দুর্ভিক্ষের ভয় থেকে মুক্ত হয়।
আরও পড়ুন: ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের আস্থা নিয়ে এগিয়েছে। ভবিষ্যতেও গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও দুর্নীতি-অসঙ্গতি মুক্ত রাষ্ট্র গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
ফেসবুক পোস্টে তিনি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত নেতাকর্মী, সাম্প্রতিক আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার মধ্য দিয়েই গণতান্ত্রিক আত্মত্যাগগুলো সার্থক হবে বলে মন্তব্য করেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

জাতীয় পার্টি নিষিদ্ধের সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী: মাসুদ কামাল

নুরকে বিদেশে নেওয়ার দাবি নিয়ে বক্তব্য দিলেন ঢামেক পরিচালক

মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে একদল, আখের গোছাতে চাইছে আরেকদল: আমীর খসরু
