জাতীয় পার্টি নিষিদ্ধের সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী: মাসুদ কামাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৪ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, জাতীয় পার্টিকে তিনি অতীতে যেমন ‘জাতীয় বেঈমান পার্টি’ বলেছেন, এখনো সেই অবস্থানে আছেন। তবে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। তার মতে, এমন সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং এতে উল্টো সহানুভূতি তৈরি হয়ে দলটি নতুন করে শক্তি সঞ্চয় করতে পারে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেল ‘দর্শকের কথা’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: নুরকে বিদেশে নেওয়ার দাবি নিয়ে বক্তব্য দিলেন ঢামেক পরিচালক
এ সময় এক দর্শক প্রশ্ন করেন, আওয়ামী লীগ আমলে জাতীয় পার্টিকে ‘জাতীয় বেঈমান পার্টি’ বলতে দেখেছি, এখন তাদের নিষিদ্ধ করা হলে আপনার আপত্তি কেন?
জবাবে মাসুদ কামাল বলেন, “জাতীয় পার্টি গত ১৫ বছরে আওয়ামী লীগের সহযোগী হিসেবে মানুষের ভোটাধিকার হরণের সাথে যুক্ত ছিল। আমি তখন যেমন সমালোচনা করেছি, এখনো সেই মত পোষণ করি। কিন্তু দল নিষিদ্ধ করার বিষয়টি জনগণের রায়ের মাধ্যমে হওয়া উচিত, সরকারের নির্বাহী আদেশে নয়।”
আরও পড়ুন: মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে একদল, আখের গোছাতে চাইছে আরেকদল: আমীর খসরু
তিনি আরও বলেন, “আওয়ামী লীগকেই আমি সবসময় ভোটাধিকার লঙ্ঘনের দায়ী করেছি। তাদের নিষিদ্ধ করার পরও দেখা গেছে, জনগণের সহানুভূতিতে আবারও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। জামায়াতে ইসলামী তার বড় উদাহরণ। তাই কোনো দলকে প্রশাসনিক সিদ্ধান্তে নিষিদ্ধ করা সঠিক সমাধান নয়।”
মাসুদ কামাল মনে করেন, জনগণই আসল শক্তি। তিনি বলেন, “যদি সত্যিই জাতীয় পার্টি বেঈমান হয়, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। আজ তো তাদের প্রার্থী খুঁজে পাওয়া যায় না। তাহলে সরকার কেন তাদের নিষিদ্ধ করবে? জনগণই যদি ছুড়ে ফেলে দেয়, নিষিদ্ধ করার আর দরকার কী?”
আরও পড়ুন: নুর ও লুৎফরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা এখনও সক্রিয়: শামসুজ্জামান দুদু
শেষে তিনি বলেন, কারো রাজনৈতিক মতাদর্শ ভুল হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। আর এমন মত প্রকাশ করলেই যদি তাকে ‘দালাল’ বলা হয়, সেটি হবে অন্যায্য ও সরলীকৃত সিদ্ধান্ত।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নুরকে বিদেশে নেওয়ার দাবি নিয়ে বক্তব্য দিলেন ঢামেক পরিচালক

মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে একদল, আখের গোছাতে চাইছে আরেকদল: আমীর খসরু

নুর ও লুৎফরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা এখনও সক্রিয়: শামসুজ্জামান দুদু
