খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৮ এএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়।
আরও পড়ুন: জাতীয় পার্টি নিষিদ্ধের সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী: মাসুদ কামাল
বিএনপি চেয়ারপরেসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নুরকে বিদেশে নেওয়ার দাবি নিয়ে বক্তব্য দিলেন ঢামেক পরিচালক
এর আগে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেন মাসদুপুই। এ সময় উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত মাসদুপুইয়ের প্রচেষ্টার প্রশংসা করেন।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জাতীয় পার্টি নিষিদ্ধের সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী: মাসুদ কামাল

নুরকে বিদেশে নেওয়ার দাবি নিয়ে বক্তব্য দিলেন ঢামেক পরিচালক

মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে একদল, আখের গোছাতে চাইছে আরেকদল: আমীর খসরু

নুর ও লুৎফরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা এখনও সক্রিয়: শামসুজ্জামান দুদু
