নুর ও লুৎফরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা এখনও সক্রিয়: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৯ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নুরুল হক নুর ও লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা এখনও সক্রিয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু এক বছরের মধ্যেই পরিস্থিতি মর্মান্তিক হয়ে উঠেছে।
আরও পড়ুন: শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল
দুদু অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৬ বছর ধরে মানুষের ওপর জুলুম চালিয়েছে, লুটপাট করেছে, আর জাতীয় পার্টি তার সমর্থন দিয়েছে। তিনি বলেন, নুর ও লুৎফরের ওপর হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং হামলাকারীদের আইনের আওতায় আনা উচিত।
তিনি ভারতের ওপরও তোপ দাগেন, বলেন, গণহত্যাকারী হাসিনাসহ লুটপাটকারীদের আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিএনপির নেতাদের ক্ষমতায় আসা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: জাতীয় পার্টি হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে: রিজভী
সমাবেশে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সাবেক এমপি জুতি, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি এবং জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ অন্যান্য নেতারা।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে একদল, আখের গোছাতে চাইছে আরেকদল: আমীর খসরু

সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে জয় পাবে ছাত্রদল: রিজভী

শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল

জাতীয় পার্টি হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে: রিজভী
