মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে একদল, আখের গোছাতে চাইছে আরেকদল: আমীর খসরু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৬ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে একদল, আখের গোছাতে চাইছে আরেকদল: আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী । ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে একদল সুবিধা নিয়েছে, আরেকদল আবার চব্বিশ ধারা দিয়ে নিজেদের আখের গোছাতে চাইছে।


বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


আরও পড়ুন: নুর ও লুৎফরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা এখনও সক্রিয়: শামসুজ্জামান দুদু


আমীর খসরু বলেন, আন্দোলনের কৃতিত্ব একমাত্র জনগণের। বিএনপি এ কৃতিত্ব নিজেদের নিতে চায় না।


তিনি আরও বলেন, বিপ্লব-পরবর্তী যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি এবং জনগণের দাবিকে উপেক্ষা করা হয়েছে, সেসব দেশ গৃহযুদ্ধে নিমজ্জিত হয়েছে।


আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে জয় পাবে ছাত্রদল: রিজভী


তার মতে, আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগি নিয়ে যদি রাজনৈতিক লড়াই শুরু হয়, তবে দেশের ভবিষ্যৎ অস্থিতিশীল হয়ে উঠতে পারে। পরিবর্তনের এই ধারা রাজনৈতিক দলগুলো ধারণ করতে না পারলে কারো জন্যই ইতিবাচক ফল আসবে না।


এএস